নারায়ণগঞ্জ বন্দরের রূপালি আবাসিক এলাকায় ইজিবাইক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিশু লিমন স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।
শুক্রবার রাত ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, বাবার সঙ্গে দোকানে যাওয়ার পথে বেপোরোয়া ওই ইজিবাইকটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ইজিবাইক চালককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।
জিবিডি/আরআইটি
বিপ্লব চন্দ্র চক্রবর্তী
রবিউল ইসলাম তুষার
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা ১২১৭, বাংলাদেশ। ফোন: 9351410, 9352102 ইমেইলঃ geebdnews@gmail.com