ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল।
বৃহস্পতিবার বিকেলে প্রভোস্ট কাউন্সিলের সদস্য সচিব ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৩ জুন বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ছুটি শেষে ২০ জুন সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।
এর আগে ৭ জুন আবাসিক হলসমূহ ত্যাগের নির্দেশ দেয় হল কর্তৃপক্ষ। পরে হল শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে হল বন্ধের সময় বাড়ালো প্রভোস্ট কাউন্সিল।
প্রসঙ্গত, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ৩০ মে থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। ১ জুলাই থেকে ফের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গত ৩ জুন থেকে বন্ধ রয়েছে। আগামী ২৪ জুন থেকে যথারীতি শুরু হবে।
জিবিডি/আইটি
বিপ্লব চন্দ্র চক্রবর্তী
রবিউল ইসলাম তুষার
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা ১২১৭, বাংলাদেশ। ফোন: 9351410, 9352102 ইমেইলঃ geebdnews@gmail.com