নেইমার বিশ্বকাপে খেলতে পারবেন তো! গত ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ার পর থেকেই ব্রাজিলীয় তারকাকে নিয়ে চলছে জল্পনা–কল্পনা।
গত সপ্তাহে নেইমার নিচেই বলেছেন, আগামী ১৭ মের আগে তাঁর অনুশীলনে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তাঁর তত্ত্বাবধায়ক চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, নেইমার বিশ্বকাপে ফিরতে যতটা দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি এই তারকা এই মুহূর্তে রিও ডি জেনিরোর অদূরে একটি রিসোর্টে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছেন।
নেইমারের চোটের অবস্থা প্রসঙ্গে ব্রাজিলীয় ক্রীড়া পত্রিকা গ্লোবো-ই-স্পোর্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে লাসমার নেইমার সম্পর্কে আশাবাদই শুনিয়েছেন, ‘সে বিশ্বকাপে ফিরতে যতটা দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠছে। সে সুস্থ হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে। প্রত্যাশা এটাই যে সে যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠে বিশ্বকাপের অনুশীলনে অংশ নিতে পারে।’
ব্রাজিল জাতীয় দল আগামী ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত টেরেসোপলিসে অনুশীলন ক্যাম্প করবে। তবে নেইমার তাঁর সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামতে পারবেন কি না, সেটা নিয়ে সন্দেহ আছে।
বিপ্লব চন্দ্র চক্রবর্তী
রবিউল ইসলাম তুষার
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা ১২১৭, বাংলাদেশ। ফোন: 9351410, 9352102 ইমেইলঃ geebdnews@gmail.com