তারকাদের কোনো ছবির সাফল্যের পর থেকে তাদের পারিশ্রমিকের পরিমাণও বেড়ে যায়। তেমনি একজন অভিনেতা বলিউডের রণবীর সিং। ‘পদ্মাবত’ ছবির জন্য বলিউড এই অভিনেতা পারিশ্রমিক নিয়েছিলেন ৮ কোটি রুপি। এরপর নতুন ছবির জন্য তিনি চেয়েছেন ১৩ কোটি রুপি।এবার জানা গেল, মঞ্চে ১৫ মিনিট নাচার জন্য নাকি তিনি পারিশ্রমিক চেয়েছেন পাঁচ কোটি রুপি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার আইপিএল'র উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং। এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে।
আগামী ৭ এপ্রিল আইপিএল ২০১৮ শুরু হচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। জানা গেছে, এ অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড তারকা রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানসহ অনেকে। আইপিএল'র ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করার জন্য এ উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা।
জিবিডি/আরআইটি
বিপ্লব চন্দ্র চক্রবর্তী
রবিউল ইসলাম তুষার
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা ১২১৭, বাংলাদেশ। ফোন: 9351410, 9352102 ইমেইলঃ geebdnews@gmail.com