‘ধর্ষণ মহাব্যাধি, মৃত্যুদণ্ডে রচিত হোক ধর্ষকের সমাধি’ এ শ্লোগোনকে সামনে রেখে নোয়াখালীর মাইজদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে 'নোয়াখালী পেইজ'র ব্যানারে টাউন হলের মোড়ে এ কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
মানবন্ধন ও সমাবেশ থেকে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ধর্ষণ মামলার রায় দ্রুত সম্পাদনের দাবি জানানো হয়।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারলিপি প্রদান করা হয়।
জিবিডি/আরআইটি
বিপ্লব চন্দ্র চক্রবর্তী
রবিউল ইসলাম তুষার
২৩৮/১ আউটার সার্কুলার রোড, মারুফ মার্কেট, ৪র্থ তলা, মৌচাক মার্কেটের মোড়, ঢাকা ১২১৭, বাংলাদেশ। ফোন: 9351410, 9352102 ইমেইলঃ geebdnews@gmail.com